(তাল-ঝাপ)
প্রাণের ভাইরে আমার মাকে
বদন ভরে ডাকিও মা বইলে।
মায়ের প্রাণের দরদ বুঝবে এমন দরদী নাই ভুতলে।।
১। মাকে আমার মা বলিবার, তোমারা আছ সকলে।
আমি হই কু-পুত্র, অপবিত্র, জঘন্ন ভূমণ্ডলে।।
২। তোমরা মায়ের হও সু-পুত্র সবে রও মায়ের কোলে।
মায়ের কর যতœ, পাবে রতœ, আমার নাই ছার কপালে।।
৩। আমার শান্তি মায়ের করলে যতœ, শান্তি হয় অন্তিমকালে।
আমি সুকর্ম্মহীন, ভজনবিহীন, দেশে যাব কোন বলে।।
৪। দীন কয় বিদেশে, পাগল বেশে বেড়াই কু-পুত্র বৈলে।।
আমার বঞ্ছা হিয়ে, দেশে গিয়ে, রব মায়ের চরণ তলে।।
……………………………….
লোকশিক্ষা
রাগিনী-ভাটিয়অল