আমি গড়াতে চাই সবার প্রাণে আমার গানের তাজমহল
প্রবল কাল স্রোতের বুকে রইবে চির নিরমল।
মমতাজের স্মৃতিটিরে মমতায় রাখিবো ঘিরে
হৃদয় যমুনার তীরে শোভা পাবে সমুজ্জ্বল।।
কল্পনা সুন্দরী মম মমতাজ সমান
তার রূপের পূজারি আমার চিত্তশাহজাহান।
রচিবো তার স্মৃতিসৌধ
কেউ যদি বলে অবৈধ
বলবো মোর প্রাণের নৈবদ্য
নিবেদন মাত্র কেবল।।
গাঁথুনি তুলিবো আমিা মর্মের মর্মরে
ধোয়াইয়ে রাখবো তাকে অশ্রু নির্ঝরে।
দেখিয়ে সেই ছন্দের ধারা
ভাবুক প্রেমিক মানুষ যারা
মানস সরোবসে তারা
দেখবে ফুটন্ত কমল।।
এই পৃথিবীর কতো শত দরদি কবি
আঁকিয়াছে তাজমহলের মরমী ছবি।
পাগল বিজয়ের তাই আশা করা
যেমন বামন হয়ে চন্দ্র ধরা
ক্ষুদ্র প্রাণে আশা ভরা
লংঘিতে সমুদ্রের জল।।