ভবঘুরেকথা
জালাল উদ্দিন খাঁ

প্রাণে আমার চায়রে যারে মন যারে চায়
কেন না বাসিব ভালো পরের কথায় রে।।

সখিরে-পুরী ছাড়লাম, ডুরি ছাড়লাম, ছাড়লাম সুখের ভাতা
বিরহ বেদনার শেল কলিজাতে গাঁথা।।

সখিরে-তাল গাছেরই আগায় বাবুই বানায় চিকন বাসা
বাতাস আইলে রঙ্গে দোলে আমার নাই সে আশা রে।।

সখিরে-ঝিঙ্গাফুলের রূপ দেখিয়া বসে প্রজাপতি
রূপের জোয়ানি নাই পাই না প্রাণপতি রে-প্রাণে।।

সখিরে-সে যদি হয় চন্দন বৃক্ষ আমি হইব লতা
বুকে মিশে গন্ধ লইব কইব মনের কথা রে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!