প্রাণ গৌররূপ দেখতে যামিনী
প্রাণ গৌররূপ দেখতে যামিনী।
কত কুলের কন্যে, গোরার জন্যে
হয়েছে পাগলিনী।।
সকাল বেলা যেতে ঘাটে
গৌরাঙ্গ রূপ উদয় পাটে,
করুয়া ধারণ তার করেতে
কোটিতে ডোর-কোপিনী।।
আনন্দ আর মন মিলে
কুল মজালে এই দু’জনে,
তারা ঘরে রইতে না দিলে
করেছে পাগলিনী।।
ব্রজে ছিল কালো ধারণ
নদেয় এসে গৌর বরণ,
লালন বলে রাগের করণ
দরশনে রূপ ঝাপিনী।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….