নি-করুণার সঙ্গে রে পীরিতি
করিলাম না বুঝিয়া,
আমি ঘর ছেড়ে জঙ্গলে আসি রে
প্রাণ বন্ধুর লাগিয়া-রে।।
পর করলি আপন রে বন্ধু আপন করলি পর
ঘর করলি জঙ্গল বধূ, জঙ্গল বরলি ঘর,
ভরা বক্ষে শেল হানিল রে
দারুণ বিদেশী আসিয়া রে।।
মাঝ ধরিয়ায় নাও ডুবাইয়া, বন্ধু গেছে চলি
এমন দরদী নাইরে মনের দু:খ বলি,
আমার একূল ওকূল দুকূল গেলরে
আমি মলাম সাঁতারিয়া রে।।
এত যে তার ছিল মনে, জানি না লো সই
আমায় গাছে তুলে দিয়ে, কেড়ে নিল মই,
আমার উঠা নামা পথ খানি সই
রাখি নাই সারিয়া রে।।
প্রফুল্ল কয় প্রেম করিয়া করেছি কি ভুল
কূলে কূলে ঘুরে বেড়াই, না পাই নদীর কূল,
আমার প্রাণ পাাখি ফাঁকি দিয়া রে
গিয়াছে চলিয়া রে।।