না জানিয়া প্রণয় করলাম প্রথম বয়সে-রে।
ভালবাসায় প্রাণ যায় অবশেষে।।
বুক ভরা বেদনা আমার কইব কার কাছে রে
আমার সে মানুষ কি আছে, নিশি শেষে ফাঁকি দিয়ে,
প্রাণ বন্ধু ছেড়ে গেছে-রে।।
(ও সখিরে) তোরা নাকি জানিস কেহ, বন্ধু কোন দেশে
কে কারে ভালবাসে, জানিলে পত্র লিখিতাম
প্রতি মাসে মাসে-রে।।
(ও সফিরে) নিরালা নির্জনে কাঁদি তাহারই না আশে
বন্ধু আসে কি না আসে
হাকিম বলে পঞ্চানন-রে রেখ চরণ পাশে রে।।