প্রাণ সখিরে আমায় কি দিয়ে বুঝাবি বল্ দেখি।
আমার মন নিয়েছে মনের মানুষ
মানুষের কথায় হবে কি।।
আমি যেদিন তারে প্রথম জেনেছি
সে যে কতো মোর আপনের আপন মনে মেনেছি;
এখন ঘর পরকে সকল চিনেছি
সে বিনা সবই ফাঁকি।।
সে যে আমার কেমন বান্ধব আমি ভালো জানি
তারে কেউ যদি সই মন্দ বলে আমি কি তা মানি;
লোকের বুক ভরা বিষ মুখচাপানি
কতো কাল সয়ে থাকি।।
এতো দিবস আপন ভেবে করলাম যাদের ঘর
এখন ঘর ছাড়া সই সঙ্গল ভালো আপন দেখে পর;
সখি পর বোঝে পরের সমাদর
ঘর না ছাড়লে বুঝবি কি।।
সংসারের সার পেলাম না সংসারে দিয়ে ডুব
শুধু মন যোগাতে পারলে সবাই ভালোবাসে খুব
পাগল বিজয় কাঁদে হয়ে বেকুব
বুঝলো না হলো এ কি।।