প্রিয় মোর চলে গেছেরে ভাটিরনদীর মটর লঞ্চে,
ওসে নিদয়ের বিদায়ের ছবিরে আছে অবিকল মোর হৃদয় মঞ্চে।।
কতো গোপন কথা বলে তাহার
স্বপন ভেঙ্গে দিলো আমার
আসবে আবার বসিলো মোর কাছে আমি গিয়ে দেখি নদীর কূলে
সেই মটরলঞ্চ দিয়েছে খুলে বুঝি প্রিয় আমার কথা ভুলে গেছে
তার রূপ রস গন্ধ লেগে আছে রে-
আমার জ্ঞান ইন্দ্রিয়ের বিষয়পঞ্চে।।
আমি বসে রয়েছি বিমনা
বিলাসের মায়া জাল বোনা-
আনাগোনা করি নিজের সাথে সে আবার কবে আসবে ফিরে
নামহারা ঐ নদীর তীরে এসে ধীরে ধীরে হাত মিলাবে হাতে
কবে মিলবে মাধবি রাতে রে
আমার ফুল ঝরা মরা মালঞ্চে।।
সে চলে গেছে কতোদূরে
প্রাণ কাঁদে তার গানের সুরে
নয়ন ঝুরে শুধু তার লাগিয়া কবে আসবে সেই মধুর নিশি
আমি বঁধুর সনে রবো মিশি আমার কতো নিশি গিয়াছে জাগিয়া;
তারে না পেয়ে কি ফল বাঁচিয়ারে-
অসার ছায়াময় মায়া প্রপঞ্চে।।
আমি পড়ে গেছি ভাটিরগানে
তবু আশা আছে মনে
তোমার কাছে স্থান পাবো হে গুণী পাগল বিজয় বলে, হে মোর প্রিয়
শেষের এই নিবেদন নিয়ো ওই যে, দেশে যাওয়ার ডাক এসেছে শুনি
যেন পাই তোমার প্রেম পরশ মণি রে-
যেদিন আমার পঞ্চতত্ত্ব মিলবে পঞ্চে।।