বল প্রেমধ্বনি কহে নন্দলালা কি জয়
নন্দলালা কি জয়, নন্দলালা কি জয়।।
বল প্রেমছে কত মধুর রসবাণী।
গোউর গোউর গোউর।।
বল প্রেমধ্বনি কহ নন্দলালা কি জয়।
আমার বৃন্দাবন কি জয়, আমার গোবর্দ্ধন কি জয়।।
বল তালবন কি জয়, বল খেজুরবন কি জয়।
বল ভান্ডিরবন কি জয়, বল তমালবন কি জয়।।
তোরা জয় দে গো, তোরা জয় দে গো।।
বল প্রেমধ্বনি কহ নন্দলালা কি জয়।।
আমার কুঞ্জবন কি জয়, আমার নিধুবন কি জয়।।
আমার উড়িষ্যা কি জয়, আমার জগন্নাথ কি জয়।।
তোরা জয় দে গো, তোরা জয় দে গো।
বল প্রেমধ্বনি কত নন্দলালা কি জয়।।
আমার মহাপ্রভু কি জয়, প্রভু নিত্যানন্দ কি জয়।
বল অদ্বৈত কি জয়, বল শ্রীনিবাস কি জয়।।
বল গদাধর কি জয়, বল হরিদাস কি জয়।।
তোরা জয় দে গো, তোরা জয় দে গো।
বল প্রেমধ্বনি কহ, নন্দলালা কি জয়।
বল প্রেমছে কহ মধুরস বাণী গোউর গোউর গোউর।
বল প্রেমধ্বনি কত নন্দলালা কি জয়।।
এত দূরে কৃষ্ণতত্ত্ব হল সমাপন।
হরিধ্বনি কর সবে মিলি ভক্তগণ।।