নাথ হে, প্রেমপথে সব বাধা ভাঙিয়া দাও।
মাঝে কিছু রেখো না, রেখো না-
থেকো না, থেকো না দূরে ॥
নির্জনে সজনে অন্তরে বাহিরে
নিত্য তোমারে হেরিব ॥
………………………
রাগ: সুহ কানাড়া
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1294
রচনাকাল (খৃষ্টাব্দ): 1888
নাথ হে, প্রেমপথে সব বাধা ভাঙিয়া দাও।
মাঝে কিছু রেখো না, রেখো না-
থেকো না, থেকো না দূরে ॥
নির্জনে সজনে অন্তরে বাহিরে
নিত্য তোমারে হেরিব ॥
………………………
রাগ: সুহ কানাড়া
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1294
রচনাকাল (খৃষ্টাব্দ): 1888