প্রেমভক্তি জ্ঞান যে গান গেয়ে জাগে না হৃদয় তল।
সে গান গেয়ে আছে কি তোর ফল,
বল মন সে-গান গেয়ে আছে কি তোর ফল।।
যে গানেতে তাহার নামে নামে না প্রেম অশ্রু জল।।
প্রেমে দেখায় সবি সমান
ভক্তি দেখায় মুক্তির সোপান
জ্ঞানে করে পথের সন্ধান সহজ ও সরল-
প্রেমভক্তি জ্ঞান লাভ হইলে কর্মে হয় ধর্ম উজ্জ্বল
এই ত্রিবেণীতে স্নান করিলে তাপিত প্রাণ হবে শীতল।।
এক ফোঁটা প্রেম অশ্রু বিন্দু
তার মধ্যে লুকানো সিন্ধু
মুসলিম খৃস্টান কিবা হিন্দু স্বাভাবে বিহ্বল-
সুরের সুরধুনী ছোটে ফোটে হৃদয় শতদল
তাহা ইহপরকালে থাকে পরিপূর্ণ পরিমল।।
যদি গানে আনে উন্মাদনা
যে-গান শুনলে হবে গোনা
পবিত্র কোরানে মানা রয়েছে প্রবল-
সুরা লোকমানে মালিক রহমান জানায়েছে অবিকল
সেখানে প্রাণের পরশ মেলে না কো সে যে কালের গানের কোলাহল।।
সর্ব শাস্ত্রে আছে ইঙ্গিত
সাত্বিক জ্ঞান আধ্যাত্মিকঙ্গীত
প্রেমাঞ্জনে হলে রঞ্জিত নয়নযুগল-
তখন দর্শন শ্রবণ পরিবর্তন হবে চিরনির্মল
তখন গান হবে তার গুণকীর্তন আরো কাওয়ালি গজল।।
পাগল বিজয় বলে, বিনয় করে
প্রিয়তমের প্রীতির ডোরে
কবে আমি বাঁধবো মোরে নিশ্চিত নিশ্চল-
সরস প্রাণে ভালোবাসে কাঁদবো বসে অবিরল
যেন পৌঁছায় আমার নয়ন বারি দীনবন্ধুর চরণতল।।