(তাল-ঠুংরী)
প্রেমভক্তি যার উপজে, তারে দয়া কিঞ্চিৎ সাজে।
যার দিনে দিনে মন প্রাণে, সদা জ্বলে হৃদয় মাঝে।।
১। গুরু অনুরাগী যে জন হয়,
তারে ছোঁয়না শমন বাঘে, বন বাঘের কি ভয়।
থাকে পাহাড় পর্ব্বত গিরি গুহায়, দুর্গম অরণ্য মাঝে।।
২। (যার) অনুরাগের অঙ্কুর বেড়ে যায়,
কাম, ক্রোধ, ষড় রিপু, হয় তার পরাজয়।
ও সে আহার নিদ্রা করি ত্যাজ্য,
দিন রজনী গরু ভজে।।
৩। (তার) নয় দ্বারে হয় পঁচিশজন দ্বারি,
দিবা নিশি বিশ্রাম নাই তার দিচ্ছে প্রহরী।
যিনি মহাপুরুষ হয় না বেহুস,
হুসের ঘরে থাকে মজে।।
৪। ভেবে তাই আদিত্য ডেকে কয়,
দীনবন্ধু হইসনে বেহুশ, ঘটবে বিষম দায়।
দয়াল হরি গোসাইর দয়া ভারি,
দয়া বিলায় যারে সাজে।।
…………………….
লোকশিক্ষা
রাগিনী-অরুণ ভেরি