প্রেমিক ছাড়া প্রেমের মানুষ বাঁচে না।
যৌবন গেলে আর প্রেম হবে না।।
প্রথম দেখা নয়নে, তারপর আলাপনে
প্রাণে প্রাণে মিশে গেলে, ভুলে থাকা যায় না,
জ্ঞানীগণে যাহা কয়, মিলনে প্রেম সত্য নয়
যদি এস্কে চাঁদ দেখা যায়, দুই অঙ্গে হয় একজনা।।
বলি প্রেম স্বার্থে ভরা, প্রেম চলে না টাকা ছাড়া
সত্য প্রেম করছে যারা, আসল প্রেমিক রাব্বানা,
বিনামূল্যে নামের সাথে, প্রেম করতে হয় আল্লারস্তে
সেই প্রেম যাবে বেহেশতে, কাম মরে প্রেম মরে না।।
বলে ক্বারী আমির উদ্দিন, বলে গেছেন রাসূল আলামিন
প্রেমিক ছাড়া হাশরের দিন, সাফায়াত করবেন না নবী,
আউয়ালে সেই তরবারে, আহাদে মিল শামিল করে
দেখনা কলেমা পড়ে, এই প্রেম আর ভাঙ্গবে না।।