প্রেমিক লোকের স্বভাব স্বতন্ত্রর।
ও তার নাইকো রে ভাই আত্মপর।।
প্রেম এমনি রত্ন ধন, কিছুই নাই তার মতন
ইন্দ্র পথকে তুচ্ছ করে, প্রেমিক হয় যে জন
ও সে হাস্যমুখে সদায় থাকে, হৃদয় জোড়া সুধাকর।।
প্রেমিক চায় না কো জাতি চায় না সুখ্যাতি,
ভাবে হৃদয় পূর্ণ হয় না, রটে অখ্যাতি
হস্তগত সুখের চাবি, থাকবে কেন অন্যের ডর।।
ফকির চাঁদ ইহাই যে ভাবে, সে প্রেম সবাই কি জানে
যে করেছে সেই জেনেছে, থাকে না সে নারী-নর।।