প্রেমেরই সুরতে মানুষ এই জগতে
উসিল্লা বিহনে খাঁটি অরসিক,
ধর্মে বলেছে তারে মুনাফিক
মানুষ মানুষেরে, যদি কেহ হিংসা করে।।
সুখ শান্তি চলাফেরা, আসা যাওয়া সব
ইত্যাদি প্রাণ বন্ধুর দেওয়া, বুজিয়া থাক নিরব,
থাকিলে ঈমান ধন, সে হইলো মানুষ রতন
যে করে পরাপণ, কথাটা ঠিক।।
কুদরতি কলমে ললাট, লেখা যেমনে যার
সেভাবে সে না চলিতে, সাধ্য আছে কার,
আল্লাহ রাসূল বিশ্বাস কর, সাকরাত কবর হাশর
আবর্জনায় যার অন্তর, কিসের মানে লা শরিক।।
অন্যের ভালো খাওয়া পরা, যার প্রাণে না সয়
দুই কুলহারা ঈমান চোরা, ইহাদেরই কয়,
দাঁড়ি দেখায় টুকে বুক, মিছা কথার কিরা পোক
আসিলে বিচারের লোক, ঘুষ খাইয়া দেয় তারিখ।।
আমির উদ্দিন বলে শুনো আসিলে তুফান
আল্লাহ রাসূল কইয়া কান্দে, জোরে দেয় আজান,
তুফান চলে গেছে, বলে সকলের কাছে
ঘরখান আমার রক্ষা করছে, দুই তিনটা ঢিক।।