ভবঘুরেকথা
ফকির লালন সাঁই

প্রেমের দাগরাগ বাঁধা যার মনে।
সে প্রেম অহিকে জানে না
জানে রসিক জনে।।

ও যার শতদল কমলে
ত্রিবেনীতে তুফান খেলে,
ও ভাটায় যায় না সে
চলে উজান কোণে।।

সে প্রেম করিতে আশা কর মনে
আবার সাধ্য কর গোপীগণে,
লালন কয় লীলা নেই যেখানে
সে চলে নিত্য ভুবনে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!