(তাল – গড়খেমটা)
প্রেমের পাগল সাজলিনা মন, কিসে মিলবে গুরু বস্তু ধন।
ভবের পাগল সাজিয়ে রৈলি, গোলমালে হ’লি পতন।।
প্রেম-নগরে উঠছে সাড়া, প্রেমের পাগল যারা যারা,
প্রেমানন্দে মাতয়ারা, ডুবু ডুবু দু’নয়ন।।
প্রেম পাগলের এমনি রীতি, হৃদয়ে অনুরাগের বাঁতি;
জ্বলিতেছে দিবারাতি, দে’খতে পায় যুগলমিলন।।
প্রেম রসেতে মত্ত হ’য়ে, অষ্টপাশ সে তেয়াগিয়ে;
আহার নিদ্রা সাইকে দিয়ে, করে প্রেম আস্বাদন।।
প্রেমের পাগল গোলোকচন্দ্র, আর মেতেছে মহানন্দ;
আর এক পাগল তারকচন্দ্র, আর পাগল সে হীরামন।।
মহানন্দের এই মিনতি, ক’রব আমরা হরি পতি,
অশ্বিনী তোর কি দুর্গতি, ভজলিনা গুরুর চরণ।।