(তাল-গড়খেমটা)
আমার হরিচাঁদের প্রেমের মেলা আনন্দ নগরে।
এই বেলা ভাই করগো মেলা হরিনামের তরী করে।।
শ্রীহরির প্রেমের মেলা রয়েছে দোকান খোলা,
যতসব হরিবোলা, বেচাকেনা করে।।
এবার ব্রহ্মার বাঞ্ছিত হরিনাম বিকাইতেছে সস্তাদরে।।
মেলার গুণ বলব কত, দীনহীন কাঙ্গাল যত,
পেয়ে ধন মনের মত, নিচ্ছে সিন্দুক পুরে।
মেলায় যে গিয়েছে সেই পেয়েছে, দিতেছে ধন অকাতরে।।
ছিল ধন অনর্পিত, কলিতে সমর্পিত
জীবের সৌভাগ্য কত, কে বলিতে পারে।
শ্রীরাধার খাস ভান্ডার ভেঙ্গে দিতেছে ধন অকাতরে।।
সুরসিক ভক্ত যারা, প্রেম রসে তনু পোরা,
সওদাগর হয়ে তারা ভক্তি নিক্তি ধরে।
এবার মন বুঝে ধন করছে ওজন এক মনের কম দেয়না কারে।।
গুরুচাঁদ প্রেমভান্ডারী, গোলকচাঁদ প্রেম প্রহরী,
তারকচাঁদ ধরে দাঁড়ি দিচ্ছে ওজন করে।
দয়াল মহানন্দ জাহান পূরে দিতেছে ধন ঘরে ঘরে।।
ভন্ড পাষন্ড যত, ধন পেয়ে হল মত্ত,
ত্যজে সংসার অনিত্য, সদায় নৃত্য করে।
এবার রিপুর বশে, কর্ম্ম দোষে, অশ্বিনী ধন পেলনারে।।