প্রেমের যে সই এতো জ্বালা আগে তো জানিতাম না
জানলে প্রাণ বঁধুয়ারে মন পরান দিতাম না।
মন ভোলানো মোহনিয়া
আমার কি যেন কি গেছে নিয়া গো
বিরহে মরি দহিয়া ঘরে নাই মোর সান্ত্বনা।।
সে যে ফুল বিছানায় এসে আমার ভাঙ্গলো কাঁচাঘুম
চকিতে অলস চোখে মোর দিয়া বিলাসচুম-
কুসুম যেমন আলোর লাগি আবেগে রয় নিশি জাগি গো
আমি তেমনি তোমার লাগি
বসে আছি আনমনা।।
সে যে পর কাঙদানো পরবাসী পরনপ্রিয় মোর
আমার পরানে পরানো তাহার প্রীতি ফুলডোর-
আমি পারি না তার বাঁধন খুলতে তারে আর পারি না ভুলতে গো
আমার স্মৃতির পটে চাহি তুলতে
বন্ধুর রূপের আলপনা।।
বনে যখন আগুন লাগে দেখে সব জনে
মনের আগুন কেউ দেখে না পোড়ায় গোপনে-
বনের আগুন নেভে জলে মনের আগুন জলে জ্বলে গো
যেমন কলের জাহাজ জলে চলে
বুকের জ্বালা জুড়ায় না।।
পাগল বিজয় বলে, মানবাত্মা চিরবিরহী
তারে ছিড়ে এ জগতে কেমে রহি-
যার ইচ্ছাতে এলাম ভবে তারে আমার পেতে হবে গো
পাওয়ার বস্তু পাবো যবে
চাওয়া পাওয়া রবে না।।