প্রেম অনুরাগ ভক্তি বিবেক করলে আশ্রয়।
তোর কামরিপু, হবে পরাজয়, প্রাণ সপেদে গুরুর পায়।
অনুরাগ সিংহ রবে, পালাবে রিপু সবে, মহাভাব হবেরে উদয়।
হরিচাঁদের ছবি, দেখতে পাবি, রূপ দেখে প্রাণ হয় তন্ময়
বিবেকের সঙ্গ নিলে, বাহ্যজ্ঞান যাবে চলে, হরিবলে কাঁদবিরে সদায়।
প্রেমে তনু ডগমগ, দেখবি জগৎ হরিময়।।
ভক্তি বশ হলে পরে, ধরতে পারবি অধরে, অনন্ত যার অন্ত নাহি পায়।
ও সে ভক্তি বলে হরি মিলে, ফলের আশা দুরে যায়।।
হলে প্রেমের আশ্রিত, এ দেহ হবে নিত্য, নিত্যরূপ দেখবিরে সদায়।
হবে দেহ জমি ব্রজ ভূমি, থাকবিরে যুগল সেবায়।।
গোলকচাঁদ মহানন্দ, দিতেছে প্রেমানন্দ, তারকচাঁদ যোগাল দিচ্ছে তায়।
অশ্বিনী তোর কিসের সন্দ, গুরুচাঁদ আছে সহায়।।