প্রেম করে বাড়িল দ্বিগুণ জ্বালা
প্রেম করে বাড়িল দ্বিগুণ জ্বালা।
ছল করে প্রাণ হরে নিলো কালা।।
সখিরে আমি যখন রাঁধতে বসি
ও সে কালা বাজায় বাঁশি,
মন হয় যে তখন উদাসী
কি করি ভেবে মরি এ কি করিল কালা।।
সখিরে আমার লাগি ঐ না কালা
প্রেমের হাট বসালো কদমতলা,
কদমতলায় করেছি লীলা
তাইতে হলো বুঝি জীবন কালা।।
সখিরে শুইলে স্বপনে দেখি
শ্যাম কাছে বসে ধরে আঁখি,
হেঁসে হেঁসে বলছে কথা চাঁদমুখি
লালন বলে রাই পরিয়েছিলো শ্যামের গলে মালা।।
……………………………………………..
এই পদটি বেশ কিছু গ্রন্থে ফকির লালনের বলে উল্লেখ থাকলেও অনেকেই এর সাথে দ্বিমত পোষন করেন এটি লালন সাঁইজির রচিত কিনা।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….