(তাল-ঠুংরী)
প্রেম কাননে চলে যারে মন,
কাম্য বনে যেয়ে কেন হারাও পরমধন।
যাবি পৃপা দানে, প্রেম কাননে
শীতল হবে তাপিত জীবন।।
১। প্রেম কাননে কামব্যাঘ্রের হানা, লোভী কামুক কেউ যেওনা।
যিনি প্রেম উন্মাদিনী সত্যবাদী, বনে গেলে নাই তার মরণ।।
২। অমাবস্যা পূর্ণিমাতে, ব্যাঘ্র দায় মহা বেগেতে,
কাপে হুঙ্কার শুনে, সর্ব্বজনে, স্বর্গ মর্ত্ত পাতাল ভুবন।।
৩। অনুরাগের শিকল নিয়ে, জ্ঞানের অলো জ্বালাইয়ে।
পথ নিরখে দাঁড়া হুঁসে, পাবি সে ব্যাঘ্রের দরশন।।
৪। মহাবেগে ক্রোধ করি, আসবে ব্যাঘ্র গর্জ্জন করি।
তখন নাম মন্ত্রে দিস ধূলা পড়ি, শিকলে করিবি বন্ধন।।
৫। আদিত্য কয় প্রেম কাননে , দীনবন্ধু থাক সন্ধানে।
হরি গোসাইর কৃপাবানে, কাম ব্যাঘ্রকে কর নিধন।।
………………………………
লোকশিক্ষা
রাগিনী-বিরহাসী