(তাল-ঠুংরি)
চল তর্ তর্ প্রেম তরঙ্গিণী, হরির আদেশে।
বারি ঝলকে ঝলকে চলে, পলকে যায় বিদেশে।।
না ধরে জল প্রেম সাগরে, তীর অতিক্রম করে, যায় সব প্রদেশে।
স্রোত বয় অবিরাম নাহি বিরাম, কিবা দিবা প্রদোষে।।
যিনি ভাগীরথী ধারা, ধারায় ভেসে যাচ্ছে ধরা, প্রেমের আভাসে।
সম রাজা প্রজা, সিংহ অজা, হরিচাঁদের হরিষে।।
মহানন্দ বলছে কাঁদি, উঠছে তুফান ওড়াকান্দি, আয় তোরা নিসে।
এবার চলিছে তুফান জগত ভেদী, নিঃশ্বাস হুতাস বাতাসে।।
হীরামন পাগল কি ভেবে, ডুবুরী হইয়া ডুবে, প্রেম সাগর রসে,
তুলে মুক্তা মণি সে অমনি মাল নিয়ে বেড়ায় ভেসে।।
গোলকচাঁদ বদনচাঁদ তাঁরা, ডুবিল মুদি নয়ন তারা, অতি ত্বরাসে,
কচ্ছে লোহা সোনা এই দু’জনা পরশ মণির পরশে।।
তারকচাঁদের পূর্ণ তরী, চুনি মণি স্বর্ণ ভরি, রয়েছে বসে,
তবু নদীর মাঝে মণির আশে, একবার যায় একবার আসে।
(মিল তাল ঢিমে তেওট)
বলে মহানন্দ হরে রে কপাল মন্দ,
করলি না যতন রতন কি মিলে সামান্যে।
…………………………………………………
হরিবর সরকার