ভবঘুরেকথা
মতুয়া সংগীত

(তাল – আদ্দা)
প্রেম নগরে বাঁধগে বাসা।
প্রেমিকেরই সঙ্গ নিলে ছুটবে না তোর প্রেমের নেশা।।
প্রেমিক রাজার রাজ্যে যাবি, প্রেম প্রতিমা দেখতে পাবি;
আনন্দেতে সুখে রবি, ঘুচবে না তোর প্রেম পিপাসা।।
প্রেমের পোস্তায় প্রেমের পুরী, প্রেমের শয্যায় শয়ন করি;
প্রেমিক গুরুর সঙ্গ করি, করগে রে মন প্রেম তামাসা।।
মিলাইয়া প্রেমের মেলা, দোলাইয়া প্রেমের দোলা;
খেলবি রে মন প্রেমের কেলা, পাতিয়া সেই প্রেমের পাশা।।
দাঁড়িয়ে সেই প্রেমের তীরে, স্নান কর মন প্রেম সাগরে;
প্রেমের দোকান প্রেমের খনি, প্রেমিক মতুয়ার এই ব্যবসা।।
প্রেমিক মহানন্দ বলে, হরি প্রেম কি কথায় মিলে;
প্রেমিক তারক ডেকে বলে, অশ্বিনী প্রেম ভক্তিনাশা।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!