প্রেম যমুনায় ফেলবি বড়শি খবরদার।
লয়ে গুরুমন্ত্র ছেড়ে যন্ত্র ঠিক হয়ে বয় ঘাটের পর।।
পাকিয়ে রাগের সূতা ছয়তারে করি একতা
ভবের টোপ গেঁথে দাও সেথা
নিচে সাড়া পেলে পরে উঠবে ভেসে একান্তর।।
সেই নদীপুরা জল সদা করতেছেরে কলকল
রাগের ছড়ি ছিপের বাড়ি খেলে যাবি রসাতলে
কতো রসিক জেলে জাল ফেলে প্রাণ লয়ে দিচ্ছে সাঁতার।।
যেতে দেখ নদীর কূল তুই হবি ব্যাকুল
ট্যাপায় নিবে আধার কেটে হবি নামকুল
লালন বলে যেমন আমার ভ্যাদায় করছে রুই আহার।।