প্রেম শূন্য জীর্ন দেহ কিবা প্রয়োজন
যার নাই ভক্তিরতন প্রেমাস্বাদনে, অকালে কালের মুখে হয় পতন,
প্রেম ভক্তি শক্তি আছে যার, ও সে সাধনের ধন মদনমোহন বন্দী আছে তার
যেমন ছায়া ফেরে কায়ার পিছে, সেই মত অনুগত হরিধন।।
সাথী তার ব্রজ রাখালগণ, যাদের ভক্তি গুণে উচ্ছিস্ট ফল খেলেন কৃষ্ণধন
বাল্য খেলার ছলে সব রাখলেন, শ্রীকৃষ্ণের স্কন্ধে করলেন আরোহণ,
প্রেম ভক্তি এমনি বলবান, তুচ্ছ রজ্জু আনি নন্দরানী বাধঁলেন ভগবান
আছে নন্দরাজা আরেক প্রমাণ, যার বাধা মস্তকে বয় নীলরতন।।
আরেক প্রমাণ আছে ভাগবতে, হরি ভক্তি গুণে সারথী হয় অর্জ্জুনের রথে
ও সে অশ্বরজ্জু ধরে হাতে, যুদ্ধেতে রথ চালায় মধুসূদন,
আনন্দে মহানন্দ কয়, ও প্রেমভক্তি ধন বিকাইতেছে শ্রীগুরুর মেলায়
অশ্বিনী তুই দীন দুরাশয়, মন দিয়া কিনলি না ভক্তি রতন।।