প্রেম স্কুলে পড়লে পরে
শুদ্ধ প্রেম সাধন সে জানতে পারে।।
পঞ্চবিধ মুক্তি কিসে হয়, অষ্টাদশ প্রকারে সিদ্ধি করে
কয় হেতু সাধ্য কারে বলা যায়, বিচক্ষণ হয় শিক্ষার দ্বারে।।
অহৈতুকিং ভক্তি কিসে হয়, নিহেতু সাধন কারে বলা যায়
অকৈতব প্রেম কৈতব সে নয়, বসতি হয় নিত্যপুরে।।
কামের শৃঙ্গার কাহারে কয়, ভাবের শৃঙ্গার কিরূপে হয়
প্রেম শৃঙ্গার কারে বলা যায়, উপাসনালয় জানতে পারে।।
শুদ্ধ প্রেম করিলে সাধন, হইলে রসিক নিরূপণ
লালন সাঁই দরবেশের বচন, দুদ্দু সে প্রেম জানতে নারে।।