প্ৰাণ নিল গো প্ৰাণসজনী মুরলী বাজাইয়া মধুর স্বরে
বাঁশির সনে মনপ্ৰাণ নিল উদাসীন কই রে
তথায় বিপিনবিহারী বিপিনে বিহারে
ত্বরাই করে কত বেশ শীঘ্র যাই জল ভরিবারে
ভাইবে রাধারমণ বলে শীঘ্ৰ যাই গো জলে
কইমু গো মরম কথা বিধি যদি মিলায় তারে।।
প্ৰাণ নিল গো প্ৰাণসজনী মুরলী বাজাইয়া মধুর স্বরে
বাঁশির সনে মনপ্ৰাণ নিল উদাসীন কই রে
তথায় বিপিনবিহারী বিপিনে বিহারে
ত্বরাই করে কত বেশ শীঘ্র যাই জল ভরিবারে
ভাইবে রাধারমণ বলে শীঘ্ৰ যাই গো জলে
কইমু গো মরম কথা বিধি যদি মিলায় তারে।।