প্ৰাণ যায় যায় গো কালিয়ার বিচ্ছেদ জ্বালায়
ডালে বইসে কালসৰ্পে দংশিল শ্ৰীরাধার গায়।
সখী গো সৰ্পের বিষ ব্যারিতে লামে, প্রেমের বিষে উজান বায়
উঝা বৈদ্যের নাই গো সাধ্য কারিয়া বিষ লামাইতো চায়।
থাকিগো বৈদ্যের উদ্দেশে আমার সর্ব অঙ্গ বিষে ছায়।
তারা শীঘ্ৰ করি আন গো তারে (নাইলে)
শ্ৰীরাধিক মারা গো যায়।
ও সখী গো ভাইবে রাধারমণ বলে বলিগো তোমায়
তোমরা মইরোনাগো প্রেমের জালায়
আইব তোমার শ্যামগো রায়।