রাধার প্রেমাসিন্ধু মাঝে রসরাজে পাতিয়াছে
প্ৰেমরসের খেলা।।
সাগরের তিনটি নদী নিরবধি প্ৰেমরসে
হয় উথালা।
যাইয়ে প্ৰেমসরোবর উঠেছে লহর তিনপদ্মে
ত্রিপিনির মেলা।।
সাগরের রাশি করে রূপনেহারে রসে ঠেসে
কদমতলা।
কামিনীর কামতরঙ্গে মন্দমাতঙ্গে চরণতলে
শঙ্কর ভুল।।
রসের উলটা গতি অটল রতি উলটকমল
উলটা তালা।
রাধারমণের মত রঘুনাথ রসেশ্বরী
চান্দের মেলা।।