প্ৰেম করি মাইলাম গো সই বিচ্ছেদের জ্বালায়
সর্ব ঘটে রাজে কালা বাদী কেবল আমার দায়।।
বুঝিতে না পারি তার রীতি নীতি ধারা
প্ৰেমফাঁসি গলায় দিয়া আলগা থাকি মারিলায়।
আমি তো অবলা নারী কত জ্বালা সইতে পারি
প্ৰেম জ্বালায় জ্বলিয়া মারি অন্তর কালো তার দায়।
কত আর জ্বালাইবে মোরে ভস্ম হইলাম জ্বলে পুড়ে
কি লাভ মোরে ভস্ম করে নামেতে কলঙ্ক লাগায়।
সবে জানে দয়াল তুমি কি দোষ করিলাম আমি
তবে কেন সোনা বন্ধু অভাগীরে জ্বালারায়।
চিরজীবী তুমি কালা গলে পরছি তোর প্ৰেমমালা
জ্বালা সইয়া জীবন গেলো। আর কত কাল জ্বালাইবায়।
জীবনে মরণে তুমি পিছ না ছাড়িমু আমি
দেখি তোমায় পাইনি নামী আমি কালিয়া বন্ধু শ্যামরায়।
ভাবিয়া রাধারমণ বলে জীবন গেল প্ৰেম জ্বালায়
জিতে না পাইছি যদি মইলে পাইমু, শ্যামরায়।