প্ৰেম জ্বালা সহে না পরানে গো সখী
শ্যাম রসিক নাগর বিনে।।
সখী গো আমি যদি পাখি হইতাম
উড়ি গিয়া বন্ধু দেখতাম গো
আমার বন্ধু কার কুঞ্জে রহিল।
সখী গো বহু আশা ছিল মনে
মিলিতাম প্ৰাণবন্ধুর সনে গো
আমার মনের আশা মনেতে রহিল।
সখী গো ভাইবে রাধারমণ বলে
শুন সখী সকলে গো
আমার প্রাণবন্ধু আসিবা সকালে।