প্ৰেম বিলাতে যাবে যদি মন, রাধারানীর কল গাড়িতে।
ত্বরিতে কর আরোহণ।
শমনের ভয় রবে নারে পাবে নিত্য ধন।।
উত্তম বসন পরে চৌষট্টি অলঙ্কারে, আনন্দ দূরবীন
শিরে সাজিয়ে করারে গমন।
মন তুই কাম গঞ্জের প্ৰেম দুয়ারে পাবি রে স্টেশন।
রূপ কেয়ানী বসে তাতে, দিচ্ছে টিকেট লোকের হাতে।
কাটা কামানির ওজন
মন তুই পাকা একমন না হইলে যাইতে নিবারণ।
ভেবে রাধারমণ বলে, মদন সিং কনষ্টবলে
গ্রেপ্তার করতে চায় এখন।
প্ৰভু রঘুনাথ হাকিম না হলে, কে করবে বারণ।