প্ৰেম সরোবরের মাঝে রসেরি তরঙ্গ।
কোন ভাগ্যে কার দৈবযোগে সে রসের প্রসঙ্গ।।
সরোবরে প্রেমের জোয়ার হয়। সেই কালে
কত মণি অমৃত্যাদি তিনধারায়ে চলে
সে জল পান করিলে বিধির কলম ভঙ্গ।
আনন্দ চিন্ময় রস সর্বরসের সার
কাননুগা শুদ্ধভক্তি ব্ৰজ গোপিকার
সে জলে ডুব দিয়াছে রসরাজ গৌরাঙ্গ।।
যথা সিদ্ধি রসম্পর্শে তাম্র হয় কাঞ্চন
সজল প্ৰেমভক্তি কীটের মতন
গোসাই রাধারমণ মাগইন গোরাচান্দের সঙ্গ।