পড়ে ভূত আর হসনে মনরায়।
কোন হরফে কি ভেদ আছে
লেহাজ করে জানতে হয়।।
আলেফ-হে-আর-মিম দালেতে
আহাম্মদ নাম লেখা যায়,
মিম হরফটি নফি করে
দেখনা খোদা কারে কয়।।
আকার ছেড়ে নিরাকারে
ভজলিরে আঁধেলা প্রায়,
আহাদে আহাম্মদ হল
করলিনে তার পরিচয়।।
জাতে ছেফাত ছেফাতে জাত
দরবেশ সিরাজ সাঁই তাই জানতে পায়,
লালন বলে কাট মোল্লাজী
ভেদ না জেনে গোল বাধায়।।