পয়গম পেয়ে পয়গম্বর নাজেল হলেন নবীর পরওয়ানায়
লিখিত পড়িত নাই তাহাতে, জীবরাইল মুখেতে কয়।।
মুখে ফরমান করেন সাই, জীবরাইল শুনে পৌঁছান তাই
নবী বিনে কেউ জানে নাই, গোপনে জীবরাইল শুনায়।।
জাহেরা পুসিদা বেনা, দুই হকিকত তাতে জানা
বিনা হরফের পরওয়ানা, নবীর উপর নাজেল হয়।।
ছয় হাজার ছয় শো ছয়শট্টী, জীবরাইল পৌছালেন চিঠি
পরওয়ানা খাঁটি তরজমা করে নবী তাহার।।
খোদা বান্দা বস্তু নির্ণয়, খোদে আল্লা নবীকে কয়
দুদ্দু কয় সে ভেদ পুসিদায়, নবী জানায় বান্দার ছিনায়।।