(রাগিণী মিশ্রসাহেনা-তাল খেমটা)
ডাক্ ডাকরে কাঙ্গালের পাখী, ফাঁকি দিয়ে যাসনা উড়ে
ডাক্ তুই একবার হরি বলে, প্রাণ ভরে মধুর স্বরে।।
ডাক্ ডাক্ ডাক্ ডাকরে পাখী, আমার হৃদয়ে থাকি
চেয়ে থাক্ দুই পাগল আঁখি, রূপে রূপ নেহার করে।।
পাখীরে তোর পায়ে পড়ি, শিকলি কেটে যাসনে উড়ি
রাধাকৃষ্ণ বদন ভরি, বলরে শুনি প্রাণ ভরে।।
শুন্ তোরে কই আত্মারাম, শুধায়ে দে হরি নাম
তোমার আমার পরিণাম, সুধাময় হ(উ)ক একেবারে।।
তুইরে আমার প্রাণ পাখী, দিসনে ফাঁকি প্রাণে থাকি
আকুল হ’য়ে তোরে ডাকি, রাখিব যতন করে।।
পাখী আমার ময়না তোতা, কইতে চায় না আমার কথা
চলে যায় সে এথা সেখা, মনোমোহন ঠেকেছে ফেরে।।
……………………………
আরো পড়ুন: মহর্ষি মনোমোহন ও মলয়া সঙ্গীত