ফাঁকি দিয়ে শ্যামসুখ পাখি উড়ে গিয়াছে।
কুঞ্জবনে শূন্য খাঁচা পরে রয়েছে।।
দিতাম তারে সুমিষ্ঠ খাবার
উড়ে গেছে তবু ভাবি আসিবে আবার;
আমার মন বলে পাখিটি কার ফাঁদে পরেছে।।
পাখির মাথায় ময়ুরের পাখা
তাহাতে রয়েছে শুধু রাধা নাম লেখা;
হলে পাখির সঙ্গে করো দেখা বলো তার কাছে।।
বলো তারে বেদন ভরে
যেন একবার মাত্র ফিরে আসে মোর কুঞ্জ বাসরে;
সেই পাখির আসার আশা করে আজো আছি বেঁচে।।
চতুরশিরোমণি শ্যামরায়
বিহরমিলন দিয়ে হাসায় আর কাঁদায়;
পাগল বিজয় পড়ে গোলকধাঁধায় গুণতেছে।।