(রাগিণী মনোহরসাই-তাল খেমটা)
ফাক্ তালে দুনিয়া ঘুরে সমের ঘরে বেদোম্ ফাঁকি।
ঠিক দিয়া দেখ্ জমাখরচ, ওসুল নাই তোর কেবল বাকি।।
যখন ভবে পয়দা হলে, তখন হতে খরচ গেলে,
হিসাব করে দেখ্ না মূলে, হা রে রে পিঞ্জরের পাখি।।
পুতুল খেলায় পুতুল সাজি, যাদের লাগি এ কারসাজি,
বমভোলানাথ দিয়া তারা, রসি বেঁধে মারছে ঝুঁকি।।
বুঝিয়া বুঝিস্ কানা, আখেরে দুনিয়া ফানা,
সার হল তোর ধানবানা, হারে মানুষ কলের ঢেকি।।
ভাব বুঝিয়ে মনোমোহন, পলায়ে রাখে জীবন,
ঘুমের ঘুরে দেখে স্বপন, কাল সমনে মারছে উঁকি।।
পলাইতে পথ আছে, দিন থাকিতে লও না খুঁজে,
পান্থশালার মন্থের কাছে, জানতে পারলে হয় লুকি।।
……………………………
আরো পড়ুন: মহর্ষি মনোমোহন ও মলয়া সঙ্গীত