ফুটিয়াছে কোমল কলি।
টলমল করে রসে
সোনাবন্ধু রইলো কোনবা দেশে।।
আমার ঐনা গোলাপ গাছে
নানান রঙ্গের ফুল ফুইটাছে,
কে খাইবে মোর ফুলের মধু
ভোমর নাই মোর পাশে।।
গাঁথিয়াছি ফুলের মালা
মালা হইলো দ্বিগুণ জ্বালা,
আইলোনা মোর চিকুন কালা
নবীন ও বয়সে।।
তুমি বন্ধু আশার আশে
পথ চেয়ে রইলাম বসে,
মাতাল রাজ্জাকে কয় ভালোবেসে
কি জানি হয় শেষে।।