ফুটিয়াছে রূপারসের কলি প্রেমাসিন্ধু মাঝে
মন চল চৈতন্যের দেশে।।
ফুলের গন্ধে ভাসাইল অবনী এসে।।
অদ্বৈত পারের খেয়ানী পার করি নেয় কাঙালি জানি
ধনীমানীর না আশে পাশে।
ভক্তিসূৰ্য সুপ্ৰকাশি তিমিরান্ধ বিনাশি
যে দেশের বসতি যারা হিংসা নিন্দা বৈষ্ণব ছাড়া
জিতে মরা প্ৰেমানন্দে ভাসে।।
সে দেশের রাজা শ্যাম আনন্দ চিন্ময় রাস
গুরুবাক্য করি বিশ্বাস সাধুসঙ্গে কর বাস
দিন গেল মন রিপুর বশে
শ্ৰীরাধারমণে ভনে কি উপায় শেষে।