ফুটিয়া গন্ধমের ফুল, ভরিলো দুনিয়ার কুল।
ফুলের গন্ধে, মাতাল কতো জন।।
গন্ধম গাছের গোড়া শুনি, আকাশের প্রাণে
ডালপালা সব নিচের দিকে, শুনি দুই কানে
ইশারা দেয় সাধকগণে, গন্ধম গাছের মাথায় চুল।।
গন্ধম খাইতে নেশা উঠলে, গাছের নিচে যায়
ফল দেখিয়া খাই খাই করে, নফসো আম্মারায়
দুই এক দানা যখনই খায়, লাগাইয়া দেয় হুলুস্থুল।।
হিসাব করে খাইতে পারলে, গন্ধম গাছের ফল
গায় যেনো লাগে না কারো, অপবিত্র জল
জল ভরিলে সব রসাতল, ক্ষমা নাই জীবনের ভুল।।
গন্ধম খাইয়া আদম হাওয়া, হয়ে ছিলো দোষী
সাড়ে তিনশ বছর পরে, আবার হইলো খুশি
হাসানে কয় ইহার বেশী, আর জানি না কথার মূল।।