নিরানব্বই নামের মাঝে, ফুল ফুটিলো ইয়াসিন।
তফতে বসা, রাব্বুল আলামীন।।
আলীফে আহাম্মদ হলো, মীম সাকীন মুহাম্মদ এলো
আদমের ‘হে’ কোঠে গেলো, হাওয়াতে রাখলো সাকীন।।
খোদ নূরে হয় আদম বর্ত, মোয়ান্নেছ হয় লামের অর্থ
মীমের মাথায় ঘোমটা দেখো, মাইয়া ছিলো নবী একদিন।।
ফাঁক দেখো সেই মীমের মাথা, তাইতে নবী সৃষ্টিদাতা
উছিলা হয় মাতা পিতা, হুদাল্লিল সেই মুত্তাকীন।।
বাতুন হইলো এসমে আজম, ছিলো না তার নোক্তা যযোম
নাজিল হইলো হরদমে দম, সাত তবক আসমান জমিন।।
খাজা ইশ্রাইল শাহ কয় হাসান মিয়া, কথা বলবা কোরান দিয়া
নইলে মুমীন যাইবে কাফের হইয়া, না চিনিলে মুহাজ্জেরিন।।