হ অক্ষরে শ্রীললিতা সখি মস্তকেতে।
রে অক্ষরে শ্রীবিশাখা দক্ষিণ বাহুতে।।
কৃ অক্ষরে চম্পকলতা সখিকণ্ঠে রয়।।
ষ্ণ অক্ষরে চিত্রা সখি বাহুতে শোভয়।।
হ অক্ষরে রঙ্গদেবী সখি থাকে হাতে।।
রে অক্ষরে সুদেবী যে থাকয়ে পৃষ্ঠতে।।
কৃ অক্ষরে তুঙ্গবিদ্যা বদন উপরে।
ষ্ণ অক্ষরে ইন্দুরেখা শ্রবণ বিবরে।।
কৃ অক্ষরে শশীরেখা রহে ভুরুযুগে।
ষ্ণ অক্ষরে বিমলা সখি ভ্রুর ডান ভাগে।।
কৃ অক্ষরে পালিকা সখি ভ্রুর বামে রয়।
ষ্ণ অক্ষরে লবঙ্গমঞ্জরী থাকায়ে হৃদয়।।
হ অক্ষরে শ্যামলা সখি নাভিতে থাকয়।
রে অক্ষরে মধুমতী নাভিমধ্যে রয়।।
হ অক্ষরে ধন্যা সখি করাঙ্গুলি রয়।
রে অক্ষরে মঙ্গলা কর অধোমুখি হয়।।
হ অক্ষরে শ্রীদাম সখা জঙঘায় থাকয়।
রে অক্ষরে সুদাম সখা জানু নিবসয়।।
রা অক্ষরে বসুদাম সখা থাকে ভুরু অঙ্গে
ম অক্ষরে বসুদাম সখা থঅকে ভুরু অঙ্গে
ম অক্ষরে অর্জ্জুন সখা সদা থাকে লিঙ্গে।।
হ অক্ষরে সুবল সখা দক্ষিণ পদেতে।
রে অক্ষরে কিঙ্কিণী সখা আছয়ে বামেতে।।
রা অক্ষরে চাতক সখা পূর্ব্বে নিবসয়।
ম অক্ষরে মধুমঙ্গল অগ্নিকোণে রয়।
রা অক্ষরে শুক সখা থাকয়ে দক্ষিণে।
ম অক্ষরে বিশাল সখা রয় ণৈঋত কোণে ।।
রা অক্ষরে মহাবল সখা পশ্চিমে থাকয়।
ম অক্ষরে বৃষভ সখা বায়ুকোণে রয়।।
হ অক্ষরে দেবপ্রস্থ সখা উত্তরেতে।
রে অক্ষরে উদ্ধব সখা আছে ইশানেতে।।
হে অক্ষরে মহাবাহু ঊর্দ্ধে রয় সুখে।
রে অক্ষরে ঈশান সখা আছে অধোমুখে।
এই ত কহিনু ষোল বত্রিশ পরিচয়।
যেই জন জানে ইহা ভব ত্রাণ হয়।।