বনের কোকিল-রে
অসময়ে কেনো আমায় ডাক দিলি।।
হৃদয় মন্দিরে বসাইয়া তারে
গায় মাখাবো চরণ ধূলি
তারে বানাইয়া রাজা
করিব তার পূজা
তাজা ফুলের রেণু পরাগ তুলি
অসময়ে কেনো আমায় ডাক দিলি।।
শত ফোটা ফুলে তারে
সাজাইবো বলে
বড় যতনে রেখেছি যৌবন ঢালি
এলো না এলো না দিয়া শত ছলনা
লালনার কপালে মাখা কালি
অসময়ে কেনো আমায় ডাক দিলি।।
বেঈমান বন্ধু কালাচাঁন হইয়া পাষাণ
সরলে গরল দিয়াছে ডালি
জ্বলে সারা অঙ্গ বিনা তারি সঙ্গ
পর হইয়াছে নিঠুর বনমালী
অসময়ে কেনো আমায় ডাক দিলি।।
তাই ডালে নাচিয়া কলঙ্কিনী কইরা
নগরে করো বলাবলি
আমার চেয়ে গেছে নবনী
আসিয়াছে দশমী
মাতাল রাজ্জাকেরে চির বিদায় দিলি
অসময়ে কেনো আমায় ডাক দিলি।