বনের কোকিল রে
কৃষ্ণ শূন্য দেশে কেনো গান গাও
তুমি কাঁদাইয়া অবলার মন
বলো তুমি কি সুখ পাও।।
ঘুমে ছিলাম
ছিলাম ভালা
জানিস নারে ও কোকিলা
আমার উপরে উপরে দেখতে ভালা
ভিতরে হইয়াছে ঘাঁও
বনের কোকিল রে
কৃষ্ণ শূন্য দেশে কেনো গান গাও।।
কুঞ্জবনের গোপন কথা
তোরে কে বলিয়া দিলো ব্যথা
তা না হলে কুঞ্জ লতা
কাজল চোখে কেন ভিজাও
বনের কোকিল রে
কৃষ্ণ শূন্য দেশে কেনো গান গাও।।
মাত্র কয়দিন বসন্ত কালে
নাচ জোগাও ডালে ডালে
তোমার নাচ রয় না বসন্ত গেলে
পাখা মেলে উড়ে যাও
বনের কোকিল রে
কৃষ্ণ শূন্য দেশে কেনো গান গাও।।
শেষ দেখা হয়ে গেছে
আমার আর কি দেখার সময় আছে
মাতালের চিতা জ্বলতেছে
রাজ্জাকের চিতা জ্বলতেছে
যেতে সোনার বন্ধুর গাও
বনের কোকিল রে
কৃষ্ণ শূন্য দেশে কেনো গান গাও
তুমি কাঁদাইয়া অবলার মন
বলো তুমি কি সুখ পাও
বনের কোকিল রে
কৃষ্ণ শূন্য দেশে কেনো গান গাও।।