ভবঘুরেকথা

বন্দনা

ত্বাং শ্রীমৎকৃষ্ণচৈতন্যদেবং বন্দে বন্দে জগদ্গুরুম্।
বস্যানুকম্পয়া শ্বাপি মহান্ধিং সন্তরেৎ সুখম্।।
শ্রীগোবিন্দং ঘনশ্যামং পীতাম্বর ধরং পবম্।
শ্রীনন্দনন্দনং নৌমি শ্রীগোপীজনবল্লভম্।।
শ্রীরামং রেবতীকান্তং প্রেমানন্দ কলেবরম্।
রোহিনেয়ং ভঙ্গেদ্দেরং সংন্যস্ত যৎকারে।
তং বংশীবদনং বন্দে প্রভুং শক্ত্যবতারকম্।।
শ্রীকৃষ্ণ চরণাম্ভোজ মধুপেভ্যো নমো নম:।
কথঞ্চিদাশ্রয়াদ্ যেষাং শ্বাপি তদগন্ধভাগ্ ভবেৎ।।

জয় জয় জগদ্গুরু শ্রীকৃষ্ণচৈতন্য।
যাঁর কৃপাবরে জীব ধরাতলে ধন্য।।
জয় জয় শ্রীগোবিন্দ পূর্ণানন্দ ধাম।।
জয় জয় হরেকৃষ্ণ জয় বলরাম।।
জয় প্রভু নিত্যানন্দ জাহ্নবী জীবন।
জয় গৌরপ্রিয় শ্রীবংশীবদন।।
জয় জয় কৃষ্ণভক্ত দয়ার সাগর।
অজ্ঞানান্ধকার নাশ করহ সত্ত্বর।।
শ্রীকৃষ্ণের পাদপদ্ম হৃদে করি আশ।
কৃষ্ণতত্ত্ব বিরচয়ে শ্রীচরণদাস।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!