আমি ঘর বেধে বাস করবো বন্ধুরে চলার পথে পাশে গো।
খোলা জানালার ফাঁকে দেখবো তাকে
যখন সে যায় আসে গা।।
ফুলের গাছ লাগাবো আমি আমার বাড়ির পাশে
সন্ধ্যের পর গন্ধ ছড়াবে হাসনাহেনার গাছে।
হয়তো এক চাঁদনি সাজে
আসবে প্রিয় মোহন সাজে
এসে দাঁড়াবে মোর দৃষ্টির মাঝে
হাসনাফুলের বাসে গো।।
তাতে যদি নিদয় বন্ধুর হৃদয় নাহি মানে
ফুল তুলে গাঁথিবো মালা কাজ কি অভিমানে।
তার পথে মালা ছড়ায়ে
অদূরে রবো দাঁড়ায়ে
দেখবো চরণ তার পড়বে জড়ায়ে
ফুল মালায় ফাঁসে গো।।
আমি তখন ছুটে গিয়ে পড়বো চরণ তলে
বন্ধুর পায়ের মালা খুলে নিয়ে পরবো আপন গলে।
আমার সকল জ্বালা যাবে খোয়া
এই মালা তার চরণ ছোয়া;
এই পাওয়া জীবনের পাওয়া
সকল চাওয়া নাশে গো।।
পাগল বিজয় বলে, কবে আমি বসিবো বিজনে
বন্ধুর দরশ পরশ পাবো আমার নীরস জীবনে।
আমার এ জনম হইবে সফল
মরুতে ফলিবে ফসল
ভীরু হিয়া হয়ে সবল
ছুটবে তাহার আশে গো।।