বন্ধুর বাঁশি নিকুঞ্জ কাননে।
বাজে গো বাঁশি রাধায় শুনে।।
ভালবাসা ষোলআনা গো সখি
আছে যার পরানে।।
কুল ছাড়ে কুল পাওয়ার আশায় গো সখি
শান্তি দরশনে।।
দরশন বিনে পুড়ে গো সখি
পিরিতের আগুনে।।
আপনারে অর্পণ করে গো সখি
জীবন ও যৌবনে।।
রাধা ভাবে মন’নি হবে গো বিচ্ছেদ
গায় আমির উদ্দিনে।।