বন্ধুর বাঁশি মন উদাসী করিলো আমারে
নাম ধরিয়া বাজে বাঁশি ঘরের দুয়ারে।।
মজিয়া বাঁশির গানে চাইয়া রইলাম বাঁশির পানে
বাজে বাঁশি রাধা বলে যমুনার পারে।
বাঁশির জ্বালায় জ্বইলা মরিকার কাছে না কইতে পারি
সুখের ঘরে দুঃখের অনল কে দিল মোরে।
বাঁশির তানে যত মধু শুনে যত ভক্ত সাধু
কানের কাছে মধুর বাণী সদায় গুণগুণ করে।
সোনার চান্দের মোহন বাঁশি বারণ নাই তার দিবানিশি
রাধারমণ তার ঐ আঁশি দিবা রাত্ৰি সদায় ঝুরে।